হিলি সীমান্তে ভারতীয় কাস্টমস ও বিএসএফকে বাংলাদেশ কাস্টমসের মিষ্টি ও ফুল উপহার
- আপলোড সময়: ০৮:৩৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ৩৪৮ বার পড়া হয়েছে
মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও বিএসএফকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাহিলি কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টায় হিলি সীমান্তের ইমিগ্রেশন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় বাংলাহিলি কাস্টমসের ডিপুটি কমিশনার সাইদুল আলম ভারতের হিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট সাঞ্জিত কুমার প্রধানের হাতে ফুল ও মিষ্টির প্যাকেট উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এসময় বাংলাহিলি কাস্টমসের সুপারিনটেনডেন্ট সুসাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পক্ষান্তরে ভারতীয় কাস্টমস-এর সুপারিনটেনডেন্ট সাঞ্জিত কুমার প্রধান বাংলাহিলি কাস্টমসের ডিপুটি কমিশনার সাইদুল আলমকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভারতীয় কাস্টমসের ইন্সপেক্টর দিলিপ পাইকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর ভারতের সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ’র সাব ইনস্পেক্টর এল,কে বিশ্বাসকে বাংলাহিলি কাস্টমসের পক্ষ থেকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান বাংলাহিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম।