মঠবাড়িয়ায় শিক্ষক পরিবার অবরুদ্ধ ১৬ জনের বিরুদ্ধে মামলা
- আপলোড সময়: ০৮:৪৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ৩৬৯ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ও চাঁদা না দেয়ায় একটি শিক্ষক পরিবারের চলাচলের পথ অবরুদ্ধ করায় ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার পাতাকাটা গ্রামে এ অমানবিক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী ইউসুফ হোসেন বাদি হয়ে সোমবার ৮ জন নামীয় ও অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে মামলা করলেও বৃহস্পতিবার সাংবাদিকদের অবহিত করেন তিনি। বিজ্ঞ আদালত মামলটি মঠবাড়িয়া থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাতাকাটা গ্রামের ইউসুফ হোসেন এর সাথে প্রতিবেশী সামছুল হক মুন্সির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এতে সামছুল হক মুন্সি ওই শিক্ষক পরিবারটির বাড়ি থেকে বের হবার পথ বেড়া দিয়ে অবরুদ্ধ করে ও রাস্তার ইট উঠিয়ে ফেলে। ওই পথ দিয়ে চলাচল করলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে বলেও মামলায় উলেখ করেন তিনি। দাবীকৃত চাঁদা না দিয়ে ওই পথ দিয়ে চলাচল করতে গেলে শিক্ষক পরিবারটির ওপর হামলা চালায়। এব্যপারে সামছুল হক মুন্সী চাঁদা দাবী করার কথা অস্বীকার করে বলেন, ওই সম্পত্তি তার পৈত্রিক সূত্রে পাওয়া তাই বেড়া দিয়ে আটকে দিয়েছিলেন।