মঠবাড়িয়ায় ব্রীজ ধ্বসে খালে চলাচলে ছয় গ্রামের মানুষের ভোগান্তি
- আপলোড সময়: ০২:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ৩৩৬ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মঠবাড়িয়া-ধানীসাফা সড়ক সংলগ্ন আলগী পাতাকাটা-ফুলঝুড়ি সংযোগ খালের ওপর জনগুরুত্বপূর্ণ আয়রণ ব্রীজটি খাল গর্ভে বিলীন হয়ে গেছে। গত এক সপ্তাহ আগে হেলে পড়া এ ব্রীজটি খালে ধ্বসে পড়ায় ৬ গ্রামের মানুষ চলাচলে দারুন দূর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, প্রায় পনের বছর আগে ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আয়রণ ব্রীজটি গত ২ বছর আগে হেলে পড়ে। এ হেলে পড়া ব্রীজ দিয়ে স্থানীয় ফুলঝুড়ি, আলগী পাতাকাটা, ধানীসাফা, আমুরবুনিয়া, নাগ্রাভাংগা, বাদুরাসহ ৬গ্রামের ৩ শতাধিক মানুষ চলাচল করত। চলাচলে অযোগ্য এ ব্রীজটি গত গত ১৮ই মার্চ মধ্য রাতে ব্রীজ ভেঙ্গে পরে। খাল গর্ভে বিলীন হওয়ায় ২কি.মি. পথ ঘুরে যাতায়ত করতে হচ্ছে। বর্তমানে লোকজনের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ব্রীজ সংলগ্ন আলগী পাতাকাটা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী মুকুল বেগম (৪০) বলেন, ব্রীজটি খালে নিমজ্জিত থাকায় খালের ওপার ফুলঝুড়ি গ্রামের তার এক নিকট আত্মীয় মারা যাওয়ায় ২কি.মি. পথ ঘুরে আত্মীয়ের লাশ দেখতে যেতে হয়েছে। স্থানীয় নবী হোসেন বলেন, ব্রীজটি গত দু’বছর আগেই হেলে পড়লে কর্তৃপক্ষকে অবহিত করলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। ধানীসাফা ইউপির সাবেক সদস্য রফিকুল ইসলাম চুন্নু বলেন, স্থানীয়দের চলাচলে এ জনগুরুত্বপূর্ণ ব্রীজটি দ্রুত নির্মানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। উপজেলা প্রকৌশলী কাজী আবু সাঈদ মো: জসিম এ জনগুরুত্বপূর্ণ ব্রীজটি খালগর্ভে নিমজ্জিত হওয়ায় জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, উপজেলা চেয়ারম্যানের সম্মতিক্রমে উপজেলা পরিষদের তহবিল থেকে মেরামতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।