মঠবাড়িয়া পৌর শহরের বেহাল রাস্তা সংস্কারে ১৬ কোটি টাকা বরাদ্দ
- আপলোড সময়: ১০:৪১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ২৬২ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার পৌরশহরের প্রধান বেহাল সড়কটি অবশেষে সংস্কার হচ্ছে। ১৬ কোটি টাকা ব্যায়ে পৌর শহরের বহেরাতলা থেকে থানা পাড়া সি এ্যন্ড বি পর্যন্ত ১৬০০ মিটার সড়কের সংস্কার কাজ শীঘ্রই শুরু হবে। সম্ম্প্রতি এ বেহার সড়কটির ওয়ার্ক অর্ডার সম্পন্ন হয়েছে। শীঘ্রই শুরু হবে আরসিসি ঢালাইয়ের কাজ। পিরোজপুর সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। চড়খালী-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণে একনেকে বরাদ্দ হওয়া ৫৮ কোটি টাকার উন্নয়ন কাজের আওতায় ছিল বছরের পর বছর ঝুলে থাকা এ ১৬০০ মিটার সড়কের উন্নয়ন কাজ। একনেকে অনুমোদন হওয়া ৩৬ কি.মি. সড়কের অংশে মঠবাড়িয়া পৌর শহরের প্রধান সড়কটিও ছিল। ডিজাইন পরিবর্তনের নামে কাজ বন্ধ রাখায় দুর্ভোগে পড়ে শতাধিক প্রতিষ্ঠানসহ হাজারো মানুষ। এ সড়ক সংলগ্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মঠবাড়িয়ার ঐহিত্যাবাহী কে এম, লতীফ ইনস্টিটিউশন, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঠবাড়িয়া থানা, মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, উপজেলা পরিষদ, মঠবাড়িয়া পৌরসভাসহ গুরুত্বপূর্ণ দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান। এ ব্যাপারে সড়ক ও জনপদের উপ-প্রকৌশলী আলী আকবর জানান, গত ৩ মার্চ এ সড়কটির কার্যাদেশ অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার কনস্ট্রাকশন সড়কটি সংস্কারের কাজ পেয়েছে। প্রতিষ্ঠানটি শীঘ্রই সংস্কার কাজ শুরু করবেন এবং আশা করি, এ বছরের জুন মাস নাগাদ কাজ শেষ হবে।