বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ‘মাস্ক পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে নিয়ে ভালুকা মডেল থানা পুলিশের উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি/মাস্ক ক্যাম্পেইন করা হয়েছে। জনসচেতনতায় রবিবার (২১মার্চ) সকাল ১১ ঘটিকায় ভালুকা বাসস্ট্যান্ড সৃতিসৌধ এলাকায় ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম পি পি এম’র সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার জীবন চন্দ্র বর্মন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ওসি তদন্ত মেহেদী হাসান, ওসি অপারেশন আবু বকর, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম খলিল, ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার, উপজেলা ছাত্র লীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সহ:সভাপতি শাহরিয়ার হাসান অপু, সাধারণ সম্পাদক সজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ।