পানি নিস্কাসন ও ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন

- আপলোড সময়: ০৯:২৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ৩৬৩ বার পড়া হয়েছে

টি.আই সানি,নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর ও ময়মনসিংহ জেলার সিমান্ত এলাকার জামিরদিয়া ঢালীপাড়া গ্রামের পানি প্রবাহের কানার খালের গতিপথ বন্ধ করে সওজ গাজীপুর বিভাগ কর্তৃক স্থায়ী ড্রেন করার প্রতিবাদে মানবন্ধন করেছে এলাকাবাসি। দুই গ্রামে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হওয়ায়। সেই পানি নিস্কাসনের জন্য স্থায়ী ড্রেন নির্মাণ করার দাবি জানান এলাকাবাসি।শুক্রবার ১৯ মার্চ বেলা ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের উপ-শহড়ের সামনে এমানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় এলাকাবাসিরা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পূর্ব এবং পশ্চিমে ছোট্ট একটা কালবার্ট ছিল, মহাসড়ক ভেঙ্গে রাস্তটি চারল্যানে সংস্করণ করা হয়, এর সাথে কালবার্টটি ও বড় করা হয়। জনকল্যান মন্ত্রনালয় এর আওতায় শিল্প ও জনসাধারণের সুবিধার স্বার্থে ড্রেনের ব্যবস্থা করেন,কিন্তু মহাসড়কের পূর্ব পাশে বর্ষামৌসুমে পানি যাতে নিষ্কাসন হতে না পারে সে জন্য একটি ক্রুচক্রি মহল কালবার্টের মূল প্রবেশ পথে মাটি দিয়ে মুখ বন্ধ করে দেয়। তাই এই বর্ষার পানি নিস্কাসন করা না গেলে আমাদের আবদার গ্রামে পানি জলাবদ্ধতার সৃষ্টি হবে। এসময় উপস্থিত ছিলেন,তেলিহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার,এবং ১ নং ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চুসহ এলাকার ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী জনসাধারণ।