টি.আই সানি,নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক যুবক শফিকুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। এসময় সজিব নামে এক পথচারী আহত হয়। শফিকুল শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার ব্যবসায়ী আকবর আরীর ছেলে। নিহত শফিকুল ইসলামও ক্যাবল ব্যবসায়ী। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার দক্ষিন ভাংনাহাটি এলাকায় লাক্সমা ইনার লিঃ কারখানার সামনে দুর্ঘটনায় তিনি নিহত হন। নিহতের চাচা উমেদ আলী এর সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের চাচা উমেদ আলী জানান, শফিকুল মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে আনসার রোড এলাকায় তার বাড়ি ফিরছিলেন। এসময় শ্রীপুর-মাষ্টারবাড়ী সড়কের দক্ষিন ভাংনাহাটি (লাক্সমা ইনার লিঃ কারখানার) সামনে পৌছলে ব্যাটারী চালিত অটো রিক্সাকে অতিক্রম করার সময় ধাক্কা লেগে সড়কের মাঝখানে পড়ে যায়। মাষ্টারবাড়ীগামী (মাটি বা ইট বহনকারী) লড়ী শফিকুলের কোমড়ের ওপর দিয়ে চলে যায়। এতে সে মাথা ও কোমড়ে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর উনśত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে টঙ্গীতে তার মৃত্যু হয়। আহত সজীবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, লড়ী চাপায় মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় কেউ থানায় অবগত করেননি।