ভালুকায় ইনসাব’র বাৎসরিক আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত
- আপলোড সময়: ১২:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ৫৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)’র বাৎসরিক আলোচনা সভা ও বনভোজন’২১ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গ্রীণ অরণ্য পার্কে অনুষ্ঠিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)’র সিডষ্টোর শাখার সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলহাস উদ্দিন মাস্টার, আবু সাঈদ জুয়েল, হানিফ মোহাম্মদ নিপুন, শাহাব উদ্দিন তালুকদার, হাজ্বী শহিদুল ইসলাম শহিদ, হাফিজ উদ্দিন মৃধা, জিয়াউর রহমান, রমজান আলী মাস্টার, আতিকুল ইসলাম আতিক, মুুনসুর আলী, মোঃ আব্দুল কাদির প্রমূখ। সভায় আলোচকগণ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নানা দিক নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।










