মুসা মিয়া, হিলি ( দিনাজপুর) প্রতিনিধি: ৩শ” এতিম শিশুদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলেন দিনাজপুরের হিলি পানামা পোর্ট । আজ বুধবার সকাল ১১ টায় হিলি পানামা পোর্ট অভ্যন্তরে অসহায় ৩শ’ এতিম শিশুদের নিয়ে কেক কাটা, মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও আলোচনা অনুষ্ঠান করেন হিলি পানামা পোর্ট লিংক লি. কতৃপক্ষ। এ সময় হিলি পানামা পোর্ট ব্যবস্থাপনা পরিচালক অনন্ত চক্রবর্তী নেপাল, পোর্ট সহকারী ব্যবস্থাপক এসএম হায়দার, অশিত কুমার সান্যাল, মিডিয়া উইং সোহরাফ হোসেন মল্লিকসহ পোর্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মধ্যহ্ন ভোজ করানো হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে র্যালী নিয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করেন। এদিকে হাকিমপুর ১১ আনসার ব্যাটালিয়ন পরিচালক মো. আব্দুল মজিদ এর উপস্থিতিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।