ত্রিশালে তাতীলীগের আয়োজনে জাতির জনকের ১০১ তম জন্ম বার্ষিকী পালন আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- আপলোড সময়: ০৪:০০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ৩৮১ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক, বাঙ্গালীর রাখাল রাজা, বাঙ্গালী জাতির অহংকার বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা তাঁতীলীগের আয়োজনে আলোচনা সভা কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হামিদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য জন নেতা ইকবাল হোসেন, নজরুল ডিগ্রী কলেজের সাবেক ভিপি আব্দুল মোতালেব, আওয়ামীলীগ নেতা নয়নতালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মালেক সামী প্রমুখ। আলোচনা সভায় উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব কামরুľামান মিন্টুর পরিচালনায় সভাপতিত্ব করেন উপজেলা তাঁতীলীগের সভাপতি নেয়ামত আলী খান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল বাবুল,বৈলল ইউনিয়র আওয়ামীলীগের সহসভাপতি শেখ মোস্তফা কামাল,যুগ্ন সাধারন সম্পাদক কামরুল ইসলাম, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তাজুল ইসলাম, শিক্ষক নেতা গোলাম কিবরিয়া, কাউন্সিলর সাইফুল মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ত্রিশাল শাখার সাধারন সম্পাদক তফজ্জল হোসেন, নাজমুল হাসান জীবন, ছাত্রলীগ নেতা নাদিম,প্রজন্ম লীগের সাধারন সম্পাদক আজাহারুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।