ময়মনসিংহ ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীসহ আটক ৩

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ১২:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • / ২৯০ বার পড়া হয়েছে

মুসা মিয়া, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক যৌতুকের দাবীতে আদুরী বেগম (২১) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ঘাতক স্বামী আতিয়ার রহমান , শ্বশুর শাহাদুল হক ও শাশুরী শাপলা বেগমকে আটক করেছে থানা পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার শীধল গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী আতিয়ার রহমান (২৪) ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে। নিহত স্ত্রী আদুরি বেগম পার্শবর্তী গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আজ সোমবার (১৫ মার্চ) মধ্যেরাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদুরী বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। পাশ্ববর্তী এক ব্যক্তি মারপিটের ঘটনা দেখে ৯৯৯ এ কল করে সহায়তা চায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাত থেকে অভিযান চালিয়ে পরদিন সোমবার সকালে ঘাতক স্বামী, শশুর ও শাশুরীকে গ্রেপ্তার করা হয়। নিহত আদুরীর বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় ৪ বছর আগে ঘাতক স্বামী আতিয়ারের সাথে বিয়ে হয়েছিল তার মেয়ে আদুরী বেগমের। যৌতুক সহ নানা কারণে শশুর বাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করত তার মেয়েকে। তবে সংসার টিকিয়ে রাখার জন্য তারা কোন মুখ খুলত না। জানতে চাইলে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য আজ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীসহ আটক ৩

আপলোড সময়: ১২:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১

মুসা মিয়া, হিলি প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক যৌতুকের দাবীতে আদুরী বেগম (২১) নামের এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ঘাতক স্বামী আতিয়ার রহমান , শ্বশুর শাহাদুল হক ও শাশুরী শাপলা বেগমকে আটক করেছে থানা পুলিশ। সোমবার মধ্যরাতে উপজেলার শীধল গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী আতিয়ার রহমান (২৪) ঘোড়াঘাট উপজেলার শীধল গ্রামের শাহাদুল ইসলামের ছেলে। নিহত স্ত্রী আদুরি বেগম পার্শবর্তী গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ এলাকার শহিদুল ইসলামের মেয়ে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আজ সোমবার (১৫ মার্চ) মধ্যেরাতে পারিবারিক কলহের জেরে স্ত্রী আদুরী বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। পাশ্ববর্তী এক ব্যক্তি মারপিটের ঘটনা দেখে ৯৯৯ এ কল করে সহায়তা চায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। রাত থেকে অভিযান চালিয়ে পরদিন সোমবার সকালে ঘাতক স্বামী, শশুর ও শাশুরীকে গ্রেপ্তার করা হয়। নিহত আদুরীর বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় ৪ বছর আগে ঘাতক স্বামী আতিয়ারের সাথে বিয়ে হয়েছিল তার মেয়ে আদুরী বেগমের। যৌতুক সহ নানা কারণে শশুর বাড়ির লোকজন প্রায়ই নির্যাতন করত তার মেয়েকে। তবে সংসার টিকিয়ে রাখার জন্য তারা কোন মুখ খুলত না। জানতে চাইলে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য আজ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।