শোক সংবাদ
- আপলোড সময়: ০৯:৪৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ৩৪৫ বার পড়া হয়েছে
মুক্তকণ্ঠ ডেস্কঃ ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সাবেক চার বারের সফল সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, আধুনিক ভালুকার রূপকার, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আমানউল্লাহ (১১ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যা ৬.১০ মিনিটে চিকিৎসাধিন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ দেশে-বিদেশে তাঁর অধ্যাপনা জীবনের ছাত্র-ছাত্রী, গুণগ্রাহী ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। অধ্যাপক ডা. এম আমানউল্লাহ এর মৃত্যুতে ভালুকার আওয়ামী পরিবারসহ সকল শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আশে। অধ্যাপক ডা. এম আমানউল্লাহ ’র মৃত্যুতে উপজেলার আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। তাঁরা শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ পাকের নিকট বিনীত প্রার্থনা করি তাঁকে ক্ষমা করে দিন এবং জান্নাতবাসী করুন, আমিন। ১২ মার্চ শুক্রবার বাদ, অধ্যাপক ডা. এম আমানউল্লাহ’র এক সময়ের কর্মস্থল জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে সকাল ৯টায় প্রথম জানাজা, বাদজুমা ভালুকা ডিগ্রী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা ও বাদ আসর নিজ গ্রাম মাহমুদপরে নিজের প্রতিষ্ঠিত সায়েরা-সাফায়েত স্কুল এন্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে সায়েরা-সাফায়েত স্কুল এন্ড কলেজ এর পাশে তাঁকে দাফন করার কথা রয়েছে।