খলিলুর রহমান : গত ৫ ফেব্রুয়ারী ২০২১ শুক্রবার, ভালুকায় এদিনটি ছিলো অন্যরকম। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির অন্যতম সদস্য মোঃ শাহিন আল মামুনকে ঘিরে ডাকতিয়া ইউনিয়নসহ ভালুকায় ছিলো এক উৎসবের আমেজ। এ যেন এক অন্যরকম আবেগ, অন্যরকম অনূভূতি। উপমাহাদেশের প্রাচীণতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের বিভিনś কার্যক্রমকে গতিশীল করতে কেন্দ্রীয় উপকমিটি গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পশ্চিম ভালুকার ডাকাতিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শাহিন আল মামুন, সদস্য হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটিতে। শাহিনের এই অর্জনকে অনেক বড় করে দেখছেন ডাকাতিয়াসহ ভালুকার আওয়ামী পরিবারের সদস্যসহ সকল শ্রেণী পেশার মানুষর। তারা মনে করছেন এই সামান্য অর্জনের পথ দরেই আগামীতে অনেক বড় কিছু অর্জন করতে পারে ভালুকা। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের বিভিনś পর্যায়ের প্রবীন ও নবীন নেতৃবৃন্দ, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ মোঃ শাহিন আল মামুনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ ও ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ পৃথক পৃথক ভাবে শাহিনকে সংবর্ধনা প্রদান করে। ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সংবর্ধনাটি গণসংবর্ধনায় রপ নেয়। সংবর্ধনায় আওয়ামীলীগ ও সহযোগী অংগসংগঠনসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহনে সংবর্ধনা অনুষ্ঠানটি পরিনত হয় এক মহা মিলন মেলায়। তৃণমূল আওয়ামীলীগের মুজিব প্রেমিক প্রবীন নেতাকর্মী ও সাধারণ মানুষ উচ্ছ¡সিত ভালোবাসায় বরণ করে নিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহিন আল মামুনকে। কে এই শাহিন! শাহিন আংগারগাড়া সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন, আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নাসিরাবাদ কলেজ, ময়মনসিংহ থেকে উচ্চ মাধ্যমিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ৪৪ তম ব্যাচ এ অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পনś করেন।
ডাকাতিয়া ইউনিয়নের প্রাচীণ শিক্ষা প্রতিষ্ঠান আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রথম জমি দাতা মরহুম কোমেদ আলী সরকারের নাতি শাহিন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ৮ নং ডাকাতিয়া ইউয়িন কমান্ড এর ডেপুটি কমান্ডার, মৌঃ মোঃ ইনছান আলী সরকার ওয়াকফ্ এষ্টেট এর সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ আঙ্গারগাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শাখার সাবেক সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শাখার সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ ভালুকা উপজেলা শাখার সাবেক সহ সম্পাদক, জবেদ আলী এবতেদায়ী মাদরাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামীলীগ ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শাখার সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর ছেলে শাহিন আল মামুন। পারিবারিক ভাবেই আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শাহিন আল মামুন, ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। শাহিন, হোসেনপুর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকাতিয়া ইউনিয়ন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক পাঠাগার সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন।এছাড়াও মোঃ শাহিন আল মামুন ২০১৮ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশীবিদেশি পর্যবেক্ষকদের সহযোগীতা করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগ যে পর্যবেক্ষক কমিটি গঠন করেন, শাহিন ময়মনসিংহ-১১ ভালুকায় আওয়ামীলীগ গঠিত কমিটির অন্যতম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বি করেন ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশরাফ উদ্দিন(বিএ)। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এর দপ্তর সম্পাদক, ইউলিয়াম প্রলয় সমাদ্দার ( বাপ্পী)। শাহীন আল মামুনের সাথে ঢাকা হতে সফর সঙ্গী ছিলেন, নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আনোয়ার কবীর, জগন্নাথ বিশ্ববিদ্যালেয় সাবেক সহ সভাপতি সফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সহ সভাপতি আলমগীর এবং তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সহ সম্পাদক ওয়াহিদ। এছাড়াও ভালুকা উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মোঃ সোহানুর রহমান ও ছাত্রলীগ নেতা অনিক হাসানের নেতৃত্বে ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মটর সোভা যাত্রায় অংশ নেয়।সংবর্ধনা অনুষ্ঠানে ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা শামছুল হক মনি, মৌঃ মোঃ ইনছান আলী সরকার ওয়াকফ্ এষ্টেট এর মোতোয়াল্লী ও আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রফিকুল ইসলাম নানśু, উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ লেবু, সাংগঠনিক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, আংগারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আতিকুľামান লষ্কর, মোঃ শাহিন আল মামুনের পিতা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডাকাতিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান বিএ, বাটাজোর সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান কামাল, যুবলীগ সাধারন সম্পাদক আবদুল্লাহ আল বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরে আলম জিকু, আংগারগাড়া কেন্দ্রীয় শাহী জামে মসজিদের ইমাম আঃ হাকিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন আহমেদ হিমু, ইউনিয়ন আওয়ামী শিল্পিগুষ্ঠির সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আঃ হালিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক সেলিম আজাদ, বঙ্গবন্ধু পেশাজীবীলীগ সভাপতি শাহ আলম সরকারসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ এসময়, পশ্চিম ভালুকার গর্ব বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহিন আল মামুনকে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপকমিটির সদস্য নির্বাচিত করায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে অভিনন্দন ও তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।