বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র‌্যালী শিল্পবান্ধব স্মার্ট ভালুকা গড়ে তুলতে চান ————- ড. মামুদুল হাসান বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ”

ভালুকায় প্রভিটা ফ্যাক্টরীর সেফটি ট্যাংকিতে পড়ে মা ও শিশু ছেলেসহ নিহত ৩

  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১, ৫.০১ পিএম
  • ৩৮৩ বার পাঠিত

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় প্রভিটা ফিসফিড নামে একটি ফ্যাক্টরীর সেফটি ট্যাংকিতে পড়ে মা ও শিশু ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া বহুলী গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার প্রকৌশলী সজল বাচ্চি ভালুকা উপজেলার ধলিয়া বহুলী গ্রামে অবস্থিত প্রভিটা ফিসফিড ফ্যাক্টরীর ভেতর স্বপরিবারে বসবাস করে চাকরী করে আসছিলেন। বুধবার সন্ধ্যায় সজল বাচ্চির শিশু ছেলে রহিস বাচ্চি (৩) খেলা করার সময় চটের বস্তা দিয়ে ঢাকা ভাঙা সেফটি ট্যাংকিতে পড়ে যায়। দু’তলা থেকে শিশু সন্তান টেংকিতে পড়ে যেতে দেখে মা শ্রীমতি রানী (৩০) তাকে উদ্ধারের জন্য টেংকিতে ঝাপিয়ে পড়েন। খোঁজ পেয়ে ট্যাংকিতে পড়ে যাওয়া মা ও ছেলেকে উদ্ধারের জন্য ফ্যাক্টরীর শ্রমিক রংপুর জেলার মিঠাপুকুরের হৃদয় (২২) চেষ্টা করলে তিনিও ট্যাংকিতে পড়ে যান। খবর পেয়ে ভালুকা ও ত্রিশাল ফায়ারসার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে পড়ে যাওয়া তিনজনের লাশ উদ্ধার করেন। এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য বার বার চেষ্টা করেও ফ্যাক্টরীর কারো সাথে সাক্ষাত করা সম্ভব হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: আশরাফ উদ্দিন জানান, ঘটনারস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। ত্রিশাল ফায়ারসার্ভিসের ষ্টেশন অফিসার মোনিম সারোয়ার জানান, ঘটনার পরপরই ভালুকা ও ত্রিশালের দু’টি ইউনিট উদ্ধারের চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs