মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দুই জেলের উপর হামলা

- আপলোড সময়: ০৪:৩১:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ৪০০ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে জেলে মোজাম্মেল বেপারী (২০) ও তার পিতা তারেক বেপারীর (৫০) উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল বেপারীকে হাসপাতেল ভর্তি করে ও তার পিতা তারেক বেপারীকে প্রাথমিক চিকিৎসা দেয়। এঘটনায় আহত মোজাম্মেলের পিতা তারেক বেপারী বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত মোজাম্মেল জানান, দক্ষিণ বড় মাছুয়া গ্রামের হালিম খন্দকার ও তার ডালিম খন্দকারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার সকালে বলেশ্বর নদে মাছ ধরতে যাওয়ার পর হালিম ও ডালিমের সাথে মোজাম্মেলের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরে বড়মাছুয়ার লঞ্চঘাটে বসে হালিম খন্দকার ও তার ভাই ডালিম খন্দকার ৫/৬ জনের একটি দল নিয়ে মোজাম্মেল ও তার পিতা তারেক বেপারীকে লোহার রড দিয়ে হামলা করে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামান জানান, এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।