মঠবাড়িয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন
- আপলোড সময়: ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ৬৩৬ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার টিয়ারখালী বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খান ভবনের ২য় তলায় আউটলেট শাখার উদ্বোধন করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এ্যসিস্ট্যান ভাইস প্রেসিডেন্ট ও মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ নেয়ামত উল্লাহ্। এ সময় টিয়ারখালী আউটলেট শাখার এজেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী মলিক রুম্মান আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পাথরঘাটা শাখার ব্যবস্থাপক মোঃ মাহতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ফারুক, টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, টিয়ারখালী বাজার সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খোকন, গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজ উল্লাহ, সমাজ সেবক আনসার উদ্দিন, এ,বি,এম ফজলুল হক ও বড় মাছুয়া আউটলেট শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম প্রমুখ। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।