ভালুকায় ছাত্রলীগ সভাপতির শিক্ষা উপকরন বিতরণ
- আপলোড সময়: ০৪:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৬১ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন’র নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারী রোববার সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর সাধু পিতর প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন হিসেবে বই, খাতা, কলম, ফুটবল সহ নানা ধরনের খেলার সামগ্রী বিতরন করেন। শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হেনড়ী চিরান ও অন্যান্য শিক্ষকরা ওই সব উপহার সামগ্রী গ্রহন করেন। ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন’র এমন উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিরবাড়ি নলুয়াকুড়ি মিশন ডাইসিস ফাদার জিয়োবান্নি গরগানো (যোয়া)। এবং পরিচালনা করেন ছাত্রলীগ নেতা তুষার সাংমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শামছুল হক মনি, ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন অর রশিদ, ছাত্রলীগ সাধারন সম্পাদক শরিফ হোসেন কাকন, ইউনিয়ন যুবলীগ নেতা আঃ হামিদ, ইউপি সদস্য ইউসুফ আহমেদ নিলয়, ইন্তাররঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ফারুক আকন্দ প্রমূখ।