ময়মনসিংহ ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৪:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ৩৮০ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে ফিতা কেঁটে এ হাসপাতালের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, ডাঃ তানভীর আহম্মেদ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী এনামুল হক, সংসদ সদস্যর গণসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী বলেন, সরকার সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সে আলোকে উপজেলার টিয়ারখালী এলাকায় হাসপাতালটি স্থাপন করা হয়েছে। এছাড়াও সুবিধাবঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এ সকল সেবা কেন্দ্রগুলোতে বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান জানান, ২০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে রোগীর সেবা নিশ্চিত করতে সার্বক্ষনিক দু’জন ডাক্তার ও পর্যাপ্ত নার্স থাকবেন। প্রকৌশলী এনামুল হক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থ বছরে সাড়ে ১৭ কোটি টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স ভবন নির্মাণের কাজ সমাপ্ত করেন।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

মঠবাড়িয়ার প্রত্যন্ত অঞ্চলে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন

আপলোড সময়: ০৪:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১

শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিয়ারখালী গ্রামে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তম আলী ফরাজী প্রধান অতিথি হিসেবে ফিতা কেঁটে এ হাসপাতালের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, ডাঃ তানভীর আহম্মেদ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী এনামুল হক, সংসদ সদস্যর গণসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি সংসদ সদস্য ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী বলেন, সরকার সাধারণ মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সে আলোকে উপজেলার টিয়ারখালী এলাকায় হাসপাতালটি স্থাপন করা হয়েছে। এছাড়াও সুবিধাবঞ্চিত হত দরিদ্র জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এ সকল সেবা কেন্দ্রগুলোতে বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী হাসান জানান, ২০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে রোগীর সেবা নিশ্চিত করতে সার্বক্ষনিক দু’জন ডাক্তার ও পর্যাপ্ত নার্স থাকবেন। প্রকৌশলী এনামুল হক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থ বছরে সাড়ে ১৭ কোটি টাকা ব্যায়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স ভবন নির্মাণের কাজ সমাপ্ত করেন।