সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ” ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ ভাইস চেঃ পদে ১২ প্রার্থী মাঠে ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তৎপরতায় অপরাধজনক কোন ঘটনা ঘটেনি ভালুকায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ধোধন

ভালুকায় ইউপি নির্বাচনী হাওয়া ডাকাতিয়াকে মডেল ইউনিয়ন গড়তে নৌকা চান শামছুল হক

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১, ১২.০৪ পিএম
  • ৫৯৩ বার পাঠিত

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ঐতিহ্যবাহী ৮নং ডাকাতিয়াকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে আওয়ামীলীগের মনোনয়ন ও নৌকা প্রতীক চান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক। জীবনের এ বেলায় এসে সেবার মাধ্যমে সাধারণ মানুষের ভালবাসা নিয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করতে চান শামছুল হক। আপাতমস্তক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, অবসর প্রাপ্ত শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক ১৯৫৩সনে ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। পিতা মৃত হাছেন আলী সরকার, মাতা মৃত করপুলজান নেসা। বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভালুকা উপজেলা কমান্ড এর ডেপুটি কমান্ডার সরাসরি ভোটে নির্বাচিত হয়ে মুক্তিযোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকরেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক, সরাসরি কাউন্সিলের ভোটে নির্বাচিত হয়ে প্রায় ১৭ বছর যাবত বাংলাদেশ আওয়ামীলীগ ৮নং ডাকাতিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সাবেক এই ছাত্রনেতা ১৯৬৯ সনে নাছিরাবাদ শাখা ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হোন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের কর্মীহিসেবে ১৯৬৯ এর গণঅভূথ্যানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহবানে সারা দিয়ে ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতে ট্রেনিং গ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে দেশ স্বাধীন করেন। ১৯৭৫ সনের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপরিবারের হত্যার প্রতিবাদ করায় জিয়ার সামরিক সরকারের আমলে ১১ মাস কারাভোগ করেন এবং পরে মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে কারা মুক্তি পান, ২০০৩ সনে বিএনপি জামাত জোট সরকারের তিনটি মিথ্যা মামলায় কারাভোগ করেন এবং পরবর্তিতে নির্দোষ প্রমাণিত হয়ে কারা মুক্তি পান। বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক, ২০০৮ এবং ২০১৪ সনে জাতীয় সংসদ নির্বাচনে ৮নং ডাকাতিয়া ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন এবং নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে ডাকাতিয়া ইউনিয়নে বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ডাকাতিয়া ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয়ে লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ৮নং ডাকাতিয়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়কের দায়িত্ব পালন এবং নৌকার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক। ছাত্র জীবন থেকেই মুজিব আদর্শ বুকে লালন করা বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক দলীয় প্রতিটি সীদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে ছিলেন অগ্রভাগে ও আপোষহীন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, ক্ষুধা, দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনের কাতারে থেকে শামছুল হক দায়িত্বশীল ও উজ্জল ভূমিকা পালন করেছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে শামছুল হক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, একজন বীরমু্িক্তযোদ্ধা এবং বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ও সর্বপরি একজন কর্মী হিসেবে ৮নং ডাকাতিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দাবীর প্রেক্ষিতে আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রাথী হয়েছি এবং দল আমার আবেদন মূল্যায়ন করবেন এটা আমার বিশ^াস। বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল হক বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে স্বাধীনতার পক্ষের শক্তিকে একই পতাকা তলে এনে গনতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনে বিগত দিনগুলোতে বহু নির্যাতন নিপিরন, হামলা মামলা উপেক্ষা করে অগ্রনী ভূমিকা পালন করেছি, তেমনি আগামী দিনগুলিতে জাতির জনকের আদর্শকে বুকে ধারন করে দেশ, জাতির অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তি, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা এবং দারিদ্র, সন্ত্রাশ, মাদক ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে, বিশ^ শান্তির অগ্রদূত জননেত্রী মামনীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমুল পর্যায়ে উন্নয়নের ধারাকে আরো বেগবান করতে আসন্ন নির্বাচনে অংশ গ্রহন করতে আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ও নৌকা প্রতীক চাইছি। শামছুল হক বলেন, মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs