ভালুকায় দু’ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ৬
- আপলোড সময়: ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ৩২০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বালু বুঝাই ট্রাকের পিছনে ধাক্কা লেগে আব্দুর রহমান রবিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও অপর ছয়জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডষ্টোর উত্তর বাজার এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকাগামী একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার সিডষ্টোর উত্তর বাজার এলাকায় এসে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি বালুভর্তি ট্রাকের পিছনে ধাক্কা লাগিয়ে দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচরে গিয়ে ট্রাকে থাকা ৭ ব্যক্তি গুরুতর আহত হন।খবর পয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুর রহমান রবিনকে মৃত ঘোষণা করেন। নিহত রবিন লক্ষিপুর জেলার রামগঞ্জ উপজেলার আশারকোটা পাটোয়ারী গ্রামের রুহুল আমীন খোকার ছেলে।