ত্রিশালের আওয়ামীনেতার জন্মদিন জেলা আইনজিবীর চেম্বারে পালিত

- আপলোড সময়: ০২:৪৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৫৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকেঃ-আমি বুধবার সন্ধ্যায় বসে আছি আমার বাসায় ,আকস্মিক মোবাইল স্ক্রিনে ভেসে উঠল প্রিয় নেতার ফোন, ইকবাল কোথায় তুমি, চলে এসো আমার চেম্বারে। নেতার ফোনে তাড়াহুড়া করে তার চেম্বারে গিয়ে দেখি আমার জন্মদিনের কেক নিয়ে বসা আমার প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের সু-যোগ্য সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয়। সাথে দলীয় নেতাকর্মীরা। জানাগেছে ত্রিশালের এ নেতাকে চমক দেখাতেই তাকে না জানিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল জন্মদিন পালন করার জন্য আগে থেকেই সিদ্ধান্ত গ্রহন করে কেক নিয়ে বসে রয়ে ছিলেন। ইকবাল হোসেন তার প্রিয় নেতার এমন ভালোবাসায় মুগ্ধ, হওয়ার কথা জানালেন ত্রিশালের আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন। যে নেতা গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়াই করে অল্পের জন্য পরাজিত হন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন সরকারের কাছে। অশেষ কৃতজ্ঞতা জানাই নেতার ভালবাসার প্রতি। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, আমার জন্মদিনে ইতিমধ্যে যারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।