টি.আই সানি,নিজস্ব প্রতিনিধি গাজীপুরঃ গাজীপুরের শ্রীপুরে বেশ কিছু দিন ধরে গাড়ী এবং গাড়ীর ব্যাটারী চুরির ঘটনা যাচ্ছে ঢাকা-ময়মনসিংহমহা সড়কের পাশে দারকরিয়ে রাখা গাড়ী থেকে। এতে করে গাড়ীর মালিকেরা আতংঙ্কে দিন কাটাচ্ছে। উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের, ৫নং ওয়ার্ডের ধনুয়া ফরিদপুর এলাকার হযরত আলীর ছেলে ইদ্রিস আলীর পিকআপ মাহেদ্র ২০১৮ মডেলের একটি গাড়ী যাহার রেজিনং ঢাকা মেট্রো ন ১৯-১৪০১, রোববার ২১ ফেব্রুয়ারি রাতের কোন এক সময় চুরি হয়।চুরির ঘটনায় গাড়ীর মালিকদের মধ্যে আতংঙ্ক বিরাজ করছে। পুলিশ এখন পর্যন্ত চুরি হওয়া গাড়ীর তদন্ত করতে আসেনি এত এলাকাবাসি ও গাড়ীর মালিক দুঃখ প্রকাশ করেন। শ্রীপুর মডেল থানায় অভিযোগ সুত্রে ও গাড়ীর মালিক ইদ্রিস আলী জানান, গাড়ীটি আমার ড্রাইভার বাবুল হোসেন এর মাধ্যমে পরিচালনা করে আসতে থাকি। ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গাড়ীর চাবী ড্রাইভার বাবুল আর.এ কে সিরাক্সি সংলগ্ন রাস্তার পুর্ব পার্শে তালেবের গ্যারেজের সামনে রেখে চাবী নিয়ে ড্রাইভার বাবুল বাড়ি চলে যায়। পরের দিরে সকাল ১১ টার দিকে জানতে পারি আমার পিকআপটি গ্যারেজের সামনে নাই। আমার গাড়ীটি চুরি হয়ে গেছে যাহার মুল্য ১৩ লক্ষ ৭০ হাজার টাকা। বিভিন্ন জায়গায় খোজাখোজির পর না পেয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে আমার সন্দেহ বাবুল হোসেনের দায়ীত্ব অবহেলার কারনে আমার পিকআপ চুরি হয়েছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, গাড়ী চোরির বিষয়ে অভিযো পেয়েছি সময় এর অভাবে তাতখনি তদন্ত করতে যেতে পারিনি তবে দুই একদিনের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।