ত্রিশাল থেকে মোহাম্মদ সেলিমঃ ময়মনসিংহের ত্রিশালে সোমবার রাতে মঠবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত একটি প্রোগ্রাম শেষে ফিরে আসার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির, পৌর ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সদস্য আশিকুল ইসলাম মাহফুজ ও মিলন গুরতর আহত হয়েছে। আহত অবস্থায় ত্রিশাল থেকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনিরের অবস্থা গুরতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। অন্যদেরকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের সুস্থতা কামনায় সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী উপজেলার জনগনের কাছে দোয়া কামনা করেছেন। আল্লাহ উনাদের দ্রুত সেফা দান করুক আমিন।