মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির প্রবীণ সদস্য আব্দুল জব্বার সরকার এর মৃত্যুতে আলোচলা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে দলিল লেখক সমিতি। মঙ্গলবার দুপুরে দলিল লেখক সমিতির কার্যালয় অনুষ্ঠিত দোয়া মাহফিলে ত্রিশাল দলিল লেখক সমিতির সভাপতি শরিফুল ইসলাম শরিফ সরকারের সভাপতিত্বে ও দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল সাব রেজিস্ট্রার হেলেনা পারভীন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাব রেজিষ্টি অফিস সহকারী মাহফুজুর রহমান, দলিল লেখক সমিতির সহ-সভাপতি মোখলেছুর রহমান, ইব্রাহিম খলিল, দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, দলিল লেখক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক সুরুজ আলী বেপারী, সাংগঠনিকআমিনুল ইসলাম মিন্টু প্রমূখ।এসময় সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। পরে আব্দুল জব্বার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।