ত্রিশালে খিরুনদীর উপর গার্ডার ব্রীজ নির্মান কাজের উদ্বোধন করেন….সাংসদ রুহুল আমীন মাদানী
- আপলোড সময়: ০২:২৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৩০১ বার পড়া হয়েছে
মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ-ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের খিরুনদীর উপর ৯৬ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ নির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে।মঙ্গলবার বিকেলে এ ব্রীজের উদ্ভোধন করেন ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। উদ্ভোধন শেষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় আমিরাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোখছিদুল আমিন, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবালে হোসেন, স্থানীয় চেয়ারম্যান আনিছুর রহমান ভুট্টো, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুল আলম পারভেজ, আমিরাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন প্রমূখ।