সংবাদ শিরোনাম :
ভালুকায় প্রতিপক্ষের হামলাম আহত ১
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১২:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ৩১৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও সিড়িরচালা গ্রামে মসজিদের উন্নয়ন কাজ করার সময় প্রতিপক্ষের হামলায় সফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। পরে তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় সোমবার সকালে সিড়িরচালা পাঁচপাই জামে মসজিদের উন্নয়ন কাজে সফিকুল ইসলাম মাটি ভরাট করছিলেন। এ সময় একই গ্রামের আঃ মোতালেবের ছেলে কামরুল ইসলাম উক্ত কাজে বাধা প্রদান করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কামরুল ইসলাম কোদাল দিয়ে সফিকুলের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় সফিকুলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
ট্যাগস :