শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামী এমাদুল হক (৪৬) কে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত এমাদুল হক উপজেলার বেতমোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মকফের আলীর ছেলে।থানা সূত্রে জানাগেছে, ২০১৮ সালে আদালতে একটি এনজিওর করা টাকা আত্মসাতের মামলায় এমাদুল হকের ৫ বছরের সাজা ও এক লাখ পাঁচ হাজার আটশত টাকা জরিমানা হলে সে আত্মগোপন করে। মঠবাড়িয়া থানার এসআই আসাদের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বেতমোর থেকে তাকে গ্রেফতার করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান জানান, গ্রেফতাকৃত এমাদুল হককে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.