ময়মনসিংহ ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভালুকায় গাঁজার চালান উদ্ধার করার সময় ট্রাক চাপায় র‌্যাব সদস্য নিহত

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৮:৩৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় গাঁজার চালান উদ্ধার করতে গিয়ে ট্রাক চাপায় র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইদ্রিস আলী মোল্লা (২৮) নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার আমতলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ তৈমুর আলম জানান, গাজীপুর র‌্যাব-১ ট্রাকযোগে গাঁজার চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পোড়াবাড়ি ক্যাম্পের সামনে চেকপোস্ট বসান। এ সময় (ঢাকা মেট্টো-ড-১৪-৩৫৮১) একটি ট্রাক দ্রুত গতিতে পাশকেটে চলে গেলে তাদের সন্দেহ হয়। ট্রাকটিকে র‌্যাবের ডিএডি গোলাম মোস্তফা ও কনস্টেবল ইদ্রিস আলী মোল্লা মোটর সাইকেল যোগে পিছন নিলে শ্রীপুরের বাঘের বাজার নামক স্থানে ওই গাঁজার বস্তাটি ফেলে দেয়। তখন ডিএডি গোলাম মোস্তফা গাঁজার বস্তাটি কুড়িয়ে উদ্ধার করেন এবং কনস্টেবল ইদ্রিস আলী মোল­া মোটর সাইকেল যোগে ধাওয়া করে ভালুকা উপজেলার আমতলী নামক স্থানে ট্রাকটিকে ব্যারিকেট দেন। এসময় ঘাতক ট্রাকের চালক কনস্টেবল ইদ্রিস আলী মোল্লাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি ভালুকা হাইওয়ে পুলিশ আটক করে নিহতের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে র‌্যাব-১এর কর্মকর্তারা উপস্থিত হয়ে কনস্টেবল ইদ্রিস আলী মোল্লার লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত ইদ্রিস আলী মোল্লা মানিকগঞ্জ ঘিওর উপজেলার ঈমান আলী মোল্লার পুত্র।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় গাঁজার চালান উদ্ধার করার সময় ট্রাক চাপায় র‌্যাব সদস্য নিহত

আপলোড সময়: ০৮:৩৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় গাঁজার চালান উদ্ধার করতে গিয়ে ট্রাক চাপায় র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইদ্রিস আলী মোল্লা (২৮) নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারী) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার আমতলী নামক স্থানে এ ঘটনাটি ঘটে। ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ তৈমুর আলম জানান, গাজীপুর র‌্যাব-১ ট্রাকযোগে গাঁজার চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পোড়াবাড়ি ক্যাম্পের সামনে চেকপোস্ট বসান। এ সময় (ঢাকা মেট্টো-ড-১৪-৩৫৮১) একটি ট্রাক দ্রুত গতিতে পাশকেটে চলে গেলে তাদের সন্দেহ হয়। ট্রাকটিকে র‌্যাবের ডিএডি গোলাম মোস্তফা ও কনস্টেবল ইদ্রিস আলী মোল্লা মোটর সাইকেল যোগে পিছন নিলে শ্রীপুরের বাঘের বাজার নামক স্থানে ওই গাঁজার বস্তাটি ফেলে দেয়। তখন ডিএডি গোলাম মোস্তফা গাঁজার বস্তাটি কুড়িয়ে উদ্ধার করেন এবং কনস্টেবল ইদ্রিস আলী মোল­া মোটর সাইকেল যোগে ধাওয়া করে ভালুকা উপজেলার আমতলী নামক স্থানে ট্রাকটিকে ব্যারিকেট দেন। এসময় ঘাতক ট্রাকের চালক কনস্টেবল ইদ্রিস আলী মোল্লাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি ভালুকা হাইওয়ে পুলিশ আটক করে নিহতের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে র‌্যাব-১এর কর্মকর্তারা উপস্থিত হয়ে কনস্টেবল ইদ্রিস আলী মোল্লার লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহত ইদ্রিস আলী মোল্লা মানিকগঞ্জ ঘিওর উপজেলার ঈমান আলী মোল্লার পুত্র।