রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ” ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ ভাইস চেঃ পদে ১২ প্রার্থী মাঠে ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তৎপরতায় অপরাধজনক কোন ঘটনা ঘটেনি ভালুকায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ধোধন

ভালুকায় মাঠপর্যায়ে ১৩ কর্মকর্তা ছারাই চলছে কৃষি সেবা

  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ৫.২৫ এএম
  • ২৬০ বার পাঠিত

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকা উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ে ১৩ উপ সহকারী কৃষি কর্মকর্তা ছাড়াই জোড়া তালি দিয়ে চলছে কৃষি সেবা কার্যক্রম। ফলে তদারকির অভাব, বেশী মূল্যে সার ক্রয় সহ নানা সমস্যায় বোরো চাষীরা। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে ভালুকা উপজেলার ১১ টি ইউনিয়নে পৌরসভার ১ টি সহ মোট ৩৪ টি বøকে ৩৪ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা দায়িত্ব পালনের কথা থাকলেও ১২ জন অবসর ও ১ জন বদলী জনিত কারনে ১৩ টি ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তার পদ খালি রয়েছে। ওই সকল খালি বøক গুলিতে অন্য ব্লকের কর্মকর্তাগণ অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। রাজৈ ইউনিয়নে ২ টি হবিরবাড়ী ১ টি কাচিনা ১ টি ডাকাতিয়া ২টি ভালুকা ২ টি ধীতপুর ২ টি ভরাডোবা ১ টি মেদুয়ারী ১ টি ও উথুরা ইউনিয়নে ১ টি সহ মোট ১৩ টি ব্লকে উপ সহকারী কৃষি কর্মকর্তা না থাকায় অন্য ব্লকের উপ সহকারী কৃষি কর্মকতাগণ অতিরিক্ত দায়িত্ব পালন করে চলেছেন। যেমন রাজৈ ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তার নিজেরটি সহ মোট ৩ টি ব্লকের দায়িত্বে রয়েছেন। তেমনি ডাকাতিয়া ইউনিয়নে আবদুল্লাহ আল মাসুদ ডাকাতিয়া, আঙ্গারগাড়া ও কাতলামারি সহ ৩ টি ব্লকের দায়িত্ব পালন করছেন। হবিরবাড়ী ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুল ইসলাম অতিরিক্ত ঝালপাজা ব্লকের দায়িত্ব পালন করছেন। এভাবেই খালি হওয়া ১৩ টি ব্লকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ অবস্থায় চলতি বোরো মৌসুমে উল্লেখিত বøক গুলির আওতায় যে সকল চাষীরা রয়েছেন তারা অনেকেই অভিযোগ করেছেন কৃষি বিভাগের কারো সাথে তাদের যোগাযোগ নেই কারন তারা মাঠে আসেননা। ৬ ফেব্রুয়ারী শনিবার উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে গেলে ডাকাতিয়া ও আঙ্গারগাড়া ব্লকের প্রায় ৫০/৬০ জন চাষী জানান চলতি বোরো আবাদ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা কৃষি বিভাগের কোন লোক জনের দেখা পাননি। ডাকাতিয়া হিজলপিাড়া গ্রামের কৃষক আব্দুর রহীম জানান কৃষি অফিসার এলাকায় আসেন কিনা এ ব্যাপারে তার কোন ধারনা নেই। আঙ্গারগাড়া গ্রামের আবুল হোসেন জানান তিনি ও তার ভাই বিল্লাল হোসেন ২ একর জমিতে বোরো আবাদ করছেন সম্পুর্ণ নিজস্ব পদ্ধতিতে কৃষি বিভাগের পরামর্শ ছাড়াই। ডাকাতিয়া সামালিয়াপাড়া গ্রামের আব্দুল খালেক জানান তিনি ৩ একর জমিতে বোরো আবাদ করেছেন এ পর্যন্ত কৃষি বিভাগের কোন পরামর্শ পাননি। তিনি স্থানীয় দোকান হতে টিএসপি (বাংলা) এক বস্তা সার কিনেছেন ১৭৫০ টাকা দিয়ে। তারা দোকানীদের নির্ধারিত মূল্যে সার কিনে জমিতে প্রয়োগ করছেন। খোজ নিয়ে জানাগেছে ডাকাতিয়া, আঙ্গারগাড়া ও কাতলামারী তিনটি বøকের দায়িত্ব পালন করছেন কাতলামরী ব্লকের দায়িত্বে নিয়োজিত আবদুল্লা আল মাসুদ নামে একজন উপ সহকারী কৃষি কর্মকর্তা। মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান ডাকাতিয়া ইউনিয়নের কাতলামরী বøকের দায়িত্বে থাকা অবস্থায় আঙ্গারগাড়া ও ডাকাতিয়া বøকের অতিরিক্ত দায়িত্ব তিনি পালন করছেন। কারন ওই দুই ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা আঙ্গারগাড়া আবুল কাসেম ও ডাকাতিয়া মজিবর রহমান অবসর জনিত কারনে ব্লক দুটি খালি হয়। এ ব্যাপারে রোববার সকাল সারে ৯ টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা নার্গিস আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি জানান লোকবল কম রয়েছে ভালুকায় ৩৪ জনের মধ্যে ১৩ জন উপ সহকারী কৃষি কর্মকর্তা না থাকায় সংশ্লিষ্ট ব্লক গুলির দায়িত্ব পালন করছেন অন্য ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ। যে কারনে একজনের পক্ষে দু’তিনটি ব্লকের দায়িত্ব পালন অনেকটাই দুরুহ ব্যাপার হয়ে যায়। তার পরেও কৃষকদের সাথে যথাসাধ্য যোগাযোগ রক্ষা করে পরামর্শ দেয়া হচ্ছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs