ভালুকায় রাতের আঁধারে দুর্বৃত্ত্বদের আগুনে মোটর সাইকেল ভষ্মিভূত
- আপলোড সময়: ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ৫৩০ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর মানিকধারা গ্রামে গভীর রাতে দুর্বৃত্তরা একটি সম্পুর্ণ নতুন টিভিএস আর টি আর মোটর সাইকেল পুড়িয়ে দিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত অনুমান সারে ১২ টার দিকে। এ ব্যাপারে মোটর সাইকেলের মালিক ওই গ্রামের আঃ ছালামের ছেলে আঃ হাকিম ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। সরজমিন গেলে এলাকাবাসী ও অভিযোগকারী জানায় ঘটনারদিন রাতে আঃ হাকিম তার মোটর সাইকেলটি বাটাজোর মানিকদারা গ্রামে জনৈক সাঈদ এর বাড়ীর উঠানে রেখে সামান্য দুরে তার নিজ বাড়ী সংলগś নিজস্ব পোল্ট্রি ফার্মে যান । এর কিছুক্ষণ পর দেখতে পান সাঈদের বাড়ীর উঠানে তার মোটর সাইকেলটিতে আগুন জ্বলছে দেখে দৌড়ে ঘটনাস্থলে আসে। পাশেই বাড়ীর মালিক সাঈদের গোয়ালঘরে ৭/৮ টি গরু বাছুর ছিল। আগুনের শব্দ পেয়ে দরজা খুলে আবু সাঈদ আগুন নিভাতে প্রানপণ চেষ্টা করলেও মোটর সাইকেলটি পুড়ে যায় । এ সময় আগুন দেখে এলাকার লোকজন ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে ভালুকা মডেল থানার অপিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দীন জানান বিষয়টি তদন্তাধীন আছে।