হিলিতে অপহরণের একদিন পর উদ্ধার, আটক ৪ অপহরণকারী

- আপলোড সময়: ০১:৪৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৯১ বার পড়া হয়েছে

মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুরে (হিলিতে) আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহরণের ১ দিন পর গাইবান্ধা জেলার গোবীন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। এবং অপহরণে জড়িত থাকার অভিযোগ স্বামী-স্ত্রীসহ ৪ জনকে আটক করেছে। পরে আটককৃতদের দিনাজপুর আদালতে মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। আপহৃত আনোয়ার (৪০) উপজেলার ছাতনী রাউতাড়া গ্রামের আইজ উদ্দিনের ছেলে।অপহরণকারীরা হলো- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফার (৩০), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে ইসমাইল (৩৫), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আরিফ উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৪০) ও তার স্ত্রী নাজমিন বেগম (৩৫)। হাকিমপুর থানা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গত বুধবার সন্ধ্যায় আনোয়ার হোসেন বাড়ি থেকে পাঁচবিবির উদ্দেশ্যে বের হন। এরপর রাত ১১ টার দিকে আনোয়ারের ফোন থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এঘটনায় আনোয়ারের ছেলে রাতেই একটি অভিযোগ দায়ের করেন। এরপর বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি বিশেষ টিম অপহৃত আনোয়ারকে গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ থেকে উদ্ধার করা হয়। একই সাথে স্বামী-স্ত্রীসহ ৪ অপহরণকারীকে আটক করা হয়।