ভালুকায় দৈনিক আমার সংবাদ পত্রিকার জন্মদিন পালন

- আপলোড সময়: ০১:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৭১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে বহুল প্রচারিত দৈনিক আমার সংবাদ’র ৯ম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় দৈনিক আমার সংবাদের ভালুকা প্রতিনিধি ভালুকা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল বাশার শেখের আয়োজনে ভালুকা প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের হয়ে ভালুকা গফরগাঁও সড়ক প্রদক্ষিন করে এসে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। পরে কেক কাটার মাধ্যমে দৈনিক আমার সংবাদ’র ৯ম জন্মদিন পালন করা হয়। র্যালী, কেক কাটা আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কবি ড. সেলিনা রশিদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এস এম শাহজাহান সেলিম, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, প্রেসক্লাবের সহ সভাপতি এম এ সবুর, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান ফজলু, সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান সুমন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম সবুজ, কার্যকরী পরিষদ সদস্য মোকলেছুর রহমান মনির, প্রেসক্লাবের আজীবন সদস্য সাদিকুর রহমান তালুকদার, ওয়ালিউল ইসলাম আজমী, যুগান্তর প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি শাহ মোঃ হাসান, এনটিভি প্রতিনিধি আলমগীর হোসেন, ঢাকা প্রতিদিন প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, কামরুল আরেফিন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সফিউল্লাহ আনসারী, স্বদেশ প্রতিদিন প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার, অপরাধ সংবাদ প্রতিনিধি রাজু সরকার, পালাবদল ভালুকা প্রতিনিধি সাখাওয়াত হোসেন সুমন, নবচেতনা প্রতিনিধি মোঃ আল-আমিন, নতুন কাগজ প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, শ্রমিকলীগ ভালুকা ইউনিয়ন সাধারণ সম্পাদক সাজ্জাদ আহাম্মেদ রাসেল সরকার, মাহমুদুল হাসান পাঠান প্রমূখ। আলোচনা সভায় বক্তারা দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তোরত্তর সফলতা কামনা করেন।