গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর শ্রীপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের আজিজ ক্যামিকেল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে ৭ টি ইউনিট কাজ শুরু করেছে। (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আনুমানিক বিকেল চারটার দিকে এ আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের বিভীষিকায় আশপাশে থাকা প্রায় ৬০ টি পরিবার আতংকে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকার মানুষের মধ্যে আগুন ভয়াবহতা বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান,আনুমানিক বিকেল চারটার দিকে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিকল শব্দে কিছু একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মেশিন জুড়ে।শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা মিয়ারাজ জানান, আগুন লাগার সংবাদে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুণের ভয়াবহতা বেশি হওয়ায় জয়দেবপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকার আরো ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। প্রাথমিক ভাবে হতাহতের সংখ্যা ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের কাজ চালাচ্ছে। আগুনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রকার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.