শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠাখালী গ্রামে খালের মধ্যে লেট্টিন নির্মাণ করে পানিতে মলত্যাগ করছে একটি পরিবার। এতে খালের পানি দূষিত হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিকার চেয়ে ওই এলাকার মোঃ ফজলুল হক নামে এক ব্যক্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একখানা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, মঠবাড়িয়ার সদর ইউনিয়নের উত্তর মিঠাখালী গ্রামের ধনধোয়া খালের পাশ দিয়ে জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে খালের পাড়ে একই এলাকার সেকান্দার মোল্লার পুত্র মোঃ ছগির মোল্লা খামখেয়ালীভাবে একটি লেট্টিন নির্মাণ করেন। যার ফলে খালের পাড় দিয়ে স্থানীয়দের চলাচল বন্ধ হয়ে যায় এবং লেট্টিনের মল খালের পানিতে পড়ে পানি দূষিত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, লেট্টিনটির বিপরীত দিকে একটি জামে মসজিদ রয়েছে। মসজিদের মুসলিরা অযু-গোসলে খালের পানি ব্যবহার করে থাকেন। এছাড়া খালের দুই পাশের লোকজন রান্নার কাজেও ওই পানি ব্যবহার করে থাকেন। উত্তর মিঠাখালী জামে মসজিদের মুসলি নজরুল ইসলাম জানান, স্থানীয়ভাবে কয়েক দফা খাল থেকে লেট্টিনটি সড়াতে বললেও নাছির মোল্লা কোন কর্ণপাত করেনা। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু লিখিত অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, সরেজমিনে তদন্ত শেষে খাল থেকে লেট্টিনটি উচ্ছেদ করা হবে।