শ্রীপুরে কৃষকের বাড়িতে ডাকাতি
- আপলোড সময়: ০১:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ৩১৭ বার পড়া হয়েছে
টি.আই সানি,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মফিজ উদ্দিন নামে এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে নাজমুল নামে এক কিশোর আহত হয়েছেন। সুরুজ মিয়া জানান, রোববার রাত পৌনে ৩টার দিকে ডাকাতরা নগদ অর্থ, ৫ ভরি সোনার অলংকার ২ লাখ নগত টাকা রুপাসহ প্রায় ৫লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আহত নাজমুল জানান,রাত আনুমানি পৌনে ৩টার দিকে আমার থাকার ঘরের পিছন দিয়ে স্থানীয় ভাষায় সিন খোরে প্রথমে ৩জন ঘরে প্রবেশ করে। আমি ঘুমন্তঅবস্থায় আমাকে মারধোর করে বাহিরে ফেলে রাখে বাহিরে কমপক্ষে ৩০ জনের সশস্ত্র ডাকাতদল তাদের বাড়ির গেটের সামনে। ঘরের ভিতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রাখে।পরে ডাকাতেরা বিভিন্ন ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ টাকা, সোনার অলংকার লুটে নেয়। এসময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাকে পিটিয়ে আহত করে। শ্রীপুর থানার (ওসি) তদন্ত মাহফুজ ইমতিয়াজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।