মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্তে ৪০হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আজ ৬ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৪ টায় ডাপাড়া বিশেষ ক্যাম্পের বিজিবি সদসদ্যরা গুলিগুলো উদ্ধার করেন। বিজিবি জয়পুরহাট ২০ব্যাটালিয় অধিনায়ক লে.কর্ণেল ফেরদৌস হানান টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা সন্দেহজনক একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে চ্যালেঞ্জ করলে ভ্যান চালক পালিয়ে যায়। এরপর ওই ভ্যানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার রাউন্ড জার্মানির তরী গুলি উদ্ধার করা হয়। মূলত দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির জন্যই গুলিগুলো ভারত থেকে পাচার করা হচ্ছিল বলেও তিনি জানিয়েছেন।