মঠবাড়িয়ায় বঙ্গবন্ধু পরিষদের উপজেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
- আপলোড সময়: ১২:৫৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ২৭৩ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, বঙ্গবন্ধু পরিষদের সহ – সভাপতি কে এম লতীফ ইনস্টিটিউশনের অবসর প্রাপ্ত শিক্ষক অমল চন্দ্র হালদার, সহ- সভাপতি সাবেক সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন, সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সহ- সভাপতি সুভাষ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জীব সমাদ্দার লিটন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ, সদস্য সাংবাদিক রুন্মান হাওলাদার প্রমুখ।শেষে নব গঠিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জালাল ৫১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু পরিষদের উপজেলা কমিটি কে পরিচয় করিয়ে দেন।