ত্রিশালে পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে কর্মী সভায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ

- আপলোড সময়: ০২:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ৪১৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারকে বিজয়ী করতে বুধবার বিকেলে গো-হাটা মাঠে আয়োজিত নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সস্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগর যুগ্ম সাধারণ সস্পাদক কাজী আজাদ জাহান শামীম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, ত্রিশাল পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কদ্দুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাছান মাহমুদ প্রমুখ।