মঠবাড়িয়ায় দুই পলাতক আসামী গ্রেপ্তার
- আপলোড সময়: ০৪:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ২৯১ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (২৫) ও মোস্তফা খান (৩৫) নাম দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন উপজেলার বড় মাছুয়া গ্রামের আব্দুল আজিজ এবং মোস্তফা খান দাউদখালী গ্রামের আঃ রশিদ খানের ছেলে। মঠবাড়িয়া থানার এস আই জাফর জানান, ২০১৭ সালে স্ত্রীর দায়ের করা একটি মামলায় আনোয়ার হোসেন পালিয়ে ছিলো মঙ্গলবার রাতে বড় মাছুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এস আই শফিকুল ইসলাম জানান, একটি হত্যা চেষ্টা মামলায় আসামী হয়ে মোস্তফা খান দীর্ঘ দিন ধরে গাঢাকা দিয়ে থাকত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাউদখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত দুই আসামীকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।