ত্রিশালে নৌকাকে বিজয়ী করতে প্রচারণা ও পথসভা সকল নেতা ঐক্যবদ্ধ হয়ে একমঞ্চে

- আপলোড সময়: ১২:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ৩৩৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম, ত্রিশাল থেকেঃ- ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকারকে বিজয়ী করতে সোমবার রাতে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।ত্রিশাল বাজার মদক পর্ট্টি এলাকায় অনুষ্ঠিত পথসভায় পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ এন এম শোভা মিয়া আকন্দের
সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আমিনুল হক শামীম সিআইপি। আশরাফুল ইসলাম এর
পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দিন খান ,ত্রিশাল পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এমএ কদ্দুছ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ইকবাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাছান মাহমুদ প্রমুখ।