ষ্টাফ রিপোর্টারঃ অনিয়মের অভিযোগ তুলে ও পুনরায় নির্বাচনের দাবিতে ৩০ জানুয়ারী তৃতীয় ধাপে ভালুকা পৌরসভা সাধারণ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (টেবিল ল্যাম্প প্রতীক) শফিকুল ইসলামের পক্ষে কয়েক’শ নারী-পুরুষ রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ করেন। পরে তারা কয়েক ঘন্টা ব্যাপী ভালুকা-গফরগাঁও সড়ক অবরোধ করে রাখেন এবং এক পর্যায়ে সড়কে নারী পুরুষ শুয়ে পড়ে আন্দোলন করেন। সড়ক অবরোধের কারণে এ সময় ওই আঞ্চলিক সড়কের দু’পাশে যানবাহনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় কয়েক দফা প্রার্থী শফিকুল ইসলামের সাথে আলোচনা করেন। পরে অবরোধ তুলে নেয়া হয়।কাউন্সিলর প্রার্থী শফিকুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার চারবার ভোট গণনার পর আমাকে ৭ ভোটে বিজয়ী ঘোষণা করেন। পরে রহস্যজনক কারণে কন্ট্রোল রুমে এসে আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী তওহীদুল ইসলাম আপনকে (পাঞ্জাবী প্রতীক) বিজয়ী ঘোষণা করা হয়। এরই প্রতিবাদে এলাকার শত শত নারী পুরুষ সড়কে বিক্ষোভে নেমেছে। পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডে পূণনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.