মঠবাড়িয়ায় অগ্নি প্রতিরোধে ফায়ার সার্ভিসের শীতকালীন মহড়া
- আপলোড সময়: ০৩:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ২৫১ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় অগ্নি দূর্ঘটনা প্রতিরোধ এবং মোকাবেলায় মঠবাড়িয়া ফায়ার সার্ভিস ও থানার যৌথ উদ্যোগে শীতকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মঠবাড়িয়া থানা প্রাঙ্গণে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের বিভিন্ন কলা-কৌশল দেখান মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান, মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন, ফারম্যান হামিম, আরমান, সাংবাদিক আবদুস সলাম আজাদীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মি ও সংশিষ্ট কর্মকর্তা ও সদস্য বৃন্দ। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন বলেন, আগুন লাগলে ভয় না পেয়ে সতর্কতার সাথে আমাদের আগুন নেভানোর চেষ্টা করতে হবে। এ ব্যপারে অগ্নি নির্বাপনের জন্য সকলের প্রশিক্ষন নেয়া উচিৎ। তিনি এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।