কামাল হোসেন শ্রেষ্ঠ সহকারি রাজস্ব কর্মকর্তা নির্বাচিত
- আপলোড সময়: ১২:৩৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ২৭১ বার পড়া হয়েছে
ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল কাস্টমস হাউজের ২০২০ সালের শ্রেষ্ঠ সহকারি রাজস্ব কর্মকর্তা নির্বাচিত হয়েছেন কামাল হোসেন। গত ২৬শে জানুয়ারী আন্তর্জিতক কাস্টমস দিবসের অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন তার কাজের স্বীকৃতি স্বরুপ তাকে ক্রেষ্ট প্রদান করেন। রাজস্ব কর্মকর্তা কামাল হোসেন যশোরের শার্শা উপজেলার শাড়াতলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী ও মাতা হাসিনা বেগমের ছেলে। এসময় শ্রেষ্ঠ রাজস্ব কর্মকর্তা নির্বাচিত হয়েছে আলমগীর হোসেন।সহকারি রাজস্ব কর্মকর্তা কামাল হোসেন বলেন, কাজের মুল্যায়নে তাকে বেনাপোল কাস্টমস হাউজের মধ্যে শ্রেষ্ঠ সহকারি রাজস্ব কর্মকর্তা নির্বাচিত করায় বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার ড, নেয়ামুল ইসলাম সহ সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আগামিতে সততা ও নিষ্ঠার সাথে সরকারি রাজস্ব আহরেন তিনি আরো মনোযোগ দিয়ে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন তার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। ক্রেষ্ঠ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত কমিশনার ড,নেয়ামুল ইসলাম, যুগ্ন কমিশনার মোঃ মশিউর রহমান, ডেপুটি কমিশনার শামিমুর রহমান ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন সহ বেনাপোল কাস্টমস হাউজের কর্মরত সকল কর্মকর্তা।