ময়মনসিংহ ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গার্মেন্টস কর্মীকে ধর্ষন” ইউপি সদস্যসহ আটক-২

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৪:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / ৪২৬ বার পড়া হয়েছে

নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবিতে এক গার্মেন্টস কর্মীর ধর্ষনের অভিযোগে থানা পুলিশ মঙ্গলবার রাতে ধরঞ্জী ইউপি সদস্যসহ ২ জনকে আটক করেছে। আটককৃত ধর্ষক উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য ও মির্জাপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে শাহাবুল ইসলাম (৪২) এবং তার সহযোগী জয়পুরহাট সদর উপজেলার উত্তর বানিয়াপাড়া গ্রামের জবায়দুর রহমানের ছেলে দুদু মিঁয়া (৩২)। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি ধর্ষনের মামলা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার আড়ানগর উত্তরপাড়া গ্রামের মৃত ওয়াছেদ আলীর তালাকপ্রাপ্তা মেয়ে তাহমিনা বেগম (৩৫) প্রায় ৮ বছর ধরে ঢাকার সাভারের বার্ডস গার্মেন্টসে চাকুরী করা কালীন পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের জাহিদ হোসেনের (৩৫) সাথে প্রেমের সম্র্পক গড়ে ওঠে। উক্ত জাহিদ তাহমিনা বেগমকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিকাশ একাউন্ড ও নগদ প্রায় দেড় লক্ষ হাতিয়ে নিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে মেয়েটি উক্ত ইউপি সদস্য শাহাবুল ইসলামের সাখে যোগাযোগ করে। সাহাবুল মেয়েটিকে জাহিদের নিকট থেকে টাকা উদ্ধার ও তার সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচবিবিতে আসতে বলে। সে ২৫ শে জানুয়ারী সোমবার রাত ৯ টায় পাঁচবিবি বাসস্ট্যান্ডে এলে ইউপি সদস্য রাতেই মেয়েটিকে তার বোনের বাড়ীতে রাখার কথা বলে উপজেলার মির্জাপুর গ্রামে দুদু মিয়ার শ্বশুরবাড়ীতে রাখে। শাহাবুল ও দুদু মিঁয়া রাতে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরের দিন সকালে দুদু মিঁয়া মেয়েটিকে তার শ্বশুড়বাড়ী থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে তাহমিনা পরের দিন ২৬ জানুয়ারী মঙ্গলবার পাঁচবিবি থানায় অভিযোগ করলে, থানা পুলিশ প্রাথমিক তদন্ত পূর্বক ধর্ষনের সত্যতা পায় এবং ইউপি সদস্য শাহাবুল ইসলাম ও তার সহযোগী দুদু মিঁয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মেয়েটির অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় এবং ইউপি সদস্যের স্বীকারোক্তিতে থানায় মামলা দায়ের হয়েছে।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

গার্মেন্টস কর্মীকে ধর্ষন” ইউপি সদস্যসহ আটক-২

আপলোড সময়: ০৪:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১

নিরেন দাস (জয়পুরহাট) প্রতিনিধিঃ-জয়পুরহাটের পাঁচবিবিতে এক গার্মেন্টস কর্মীর ধর্ষনের অভিযোগে থানা পুলিশ মঙ্গলবার রাতে ধরঞ্জী ইউপি সদস্যসহ ২ জনকে আটক করেছে। আটককৃত ধর্ষক উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য ও মির্জাপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে শাহাবুল ইসলাম (৪২) এবং তার সহযোগী জয়পুরহাট সদর উপজেলার উত্তর বানিয়াপাড়া গ্রামের জবায়দুর রহমানের ছেলে দুদু মিঁয়া (৩২)। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি ধর্ষনের মামলা হয়েছে। মামলা সুত্রে জানা গেছে, নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার আড়ানগর উত্তরপাড়া গ্রামের মৃত ওয়াছেদ আলীর তালাকপ্রাপ্তা মেয়ে তাহমিনা বেগম (৩৫) প্রায় ৮ বছর ধরে ঢাকার সাভারের বার্ডস গার্মেন্টসে চাকুরী করা কালীন পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামের জাহিদ হোসেনের (৩৫) সাথে প্রেমের সম্র্পক গড়ে ওঠে। উক্ত জাহিদ তাহমিনা বেগমকে বিয়ে করার আশ্বাস দিয়ে বিকাশ একাউন্ড ও নগদ প্রায় দেড় লক্ষ হাতিয়ে নিয়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে মেয়েটি উক্ত ইউপি সদস্য শাহাবুল ইসলামের সাখে যোগাযোগ করে। সাহাবুল মেয়েটিকে জাহিদের নিকট থেকে টাকা উদ্ধার ও তার সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পাঁচবিবিতে আসতে বলে। সে ২৫ শে জানুয়ারী সোমবার রাত ৯ টায় পাঁচবিবি বাসস্ট্যান্ডে এলে ইউপি সদস্য রাতেই মেয়েটিকে তার বোনের বাড়ীতে রাখার কথা বলে উপজেলার মির্জাপুর গ্রামে দুদু মিয়ার শ্বশুরবাড়ীতে রাখে। শাহাবুল ও দুদু মিঁয়া রাতে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরের দিন সকালে দুদু মিঁয়া মেয়েটিকে তার শ্বশুড়বাড়ী থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে তাহমিনা পরের দিন ২৬ জানুয়ারী মঙ্গলবার পাঁচবিবি থানায় অভিযোগ করলে, থানা পুলিশ প্রাথমিক তদন্ত পূর্বক ধর্ষনের সত্যতা পায় এবং ইউপি সদস্য শাহাবুল ইসলাম ও তার সহযোগী দুদু মিঁয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, মেয়েটির অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় এবং ইউপি সদস্যের স্বীকারোক্তিতে থানায় মামলা দায়ের হয়েছে।