আক্কেলপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
![](https://muktokantha.com.bd/wp-content/uploads/2020/08/muktokantha.png)
- আপলোড সময়: ০৪:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ৩৪৬ বার পড়া হয়েছে
![](https://muktokantha.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ- আগামী ১৪ এ ফেব্রুয়ারি জয়পুরহাটের আসন্ন আক্কেলপুর পৌরসভা নির্বাচন-২১ কে সামনে রেখে আচরণবিধি মেনে প্রচার প্রচারণা ও বিভিন্ন সতর্কতা মূলক নির্দেশনা দিয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচনী রিটার্নিং অফিসার সুধীব কুমার রায় এর পরিচালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির-পিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) আব্দুর ছালাম,জেলা নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ শহীদুল ইসলাম,আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল লতিফ খান সহ ৫ জন মেয়র প্রার্থী ও ৪৯ জন মহিলা ও পুরুষ কাউন্সিলর প্রার্থীগণ।