- আপলোড সময়: ০৫:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ২৬৬ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি চাষের ট্রাক্টরের (চাষের মাহেন্দ্র) চাপায় সজল হাওলাদার (২৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত দশটার দিকে উপজেলার জানখালী গ্রামে মুগ ডালের জমি চাষের সময় এ ঘটনা ঘটে। নিহত সজল উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামের মোঃ কাঞ্চন আলী হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত দশটার দিকে উপজেলার জানখালী গ্রামে কৃষিজমিতে মুগডাল আবাদের জন্য ট্রাক্টর (মাহেন্দ্র) মালিক জাহিন হাওলাদার জমি চাষ করছিলেন। চাষে জাহিনের সাথে শ্রমিক সজল সহযোগি হিসেবে কাজ করছিল। চাষের সময় শ্রমিক সজল ট্রাক্টরের ওপর উঠতে গেলে অসাবধানতাবশত ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা ওই শ্রমিককে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঠবাড়িয়া থানার ওসি মোঃ মাসুদুľামান মিলু জানান, হাসপাতাল থেকে নিহত সজলের লাশ উদ্ধার করে মঙ্গলবার জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।