মোহাম্মদ সেলিম,ত্রিশাল থেকেঃ করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাংসদ আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। সাংসদের রোগমুক্তি কামনায় মঙ্গলবার বিকেলে ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ই জানুয়ারী থেকে শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় ত্রিশালের সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারে। এরপর ১৯ জানুয়ারি প্রাপ্ত রিপোর্টে মাদানীর করোনা পজেটিভ আসে। প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও সোমবার উনśত চিকিৎসার জন্য মাদানীকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার বিকেলে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাবেক সভাপতি খোরশিদুল আলম মুজিব, সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজ নোমান, যুগ্ন-সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, সাংবাদিক রফিকুল ইসলাম শামীম, এইচএম জোবায়ের হোসাইন, মামুনুর রশীদ, ফয়জুর রহমান ফরহাদ প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা মোস্তফা কামাল।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.