মঠবাড়িয়ায় পৌর সভায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম উন্মুক্ত ঘোষণা
- আপলোড সময়: ০৫:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ৩২৩ বার পড়া হয়েছে
শাকিল আহমেদ,মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রী শহীদ মিনার চত্বরে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এ বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম উন্মুক্ত ঘোষণা করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ‘লীগ সহ-সভাপতি আরিফ উল হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব ডাঃ আলী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূর আলম, অফিসার ইনচার্জ আঃ জাঃ মোঃ মাসুদুজ্জামন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সাংবাদিক আবদুস সালাম আজাদী, ডাঃ কাজি সিরাজুল হক, কাউন্সিলর মঞ্জুর রহমান শিকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক জানান, একমাস পূর্বে পরীা মূলক পানীর লাইন চালু করা হয়েছে। তিনি আরো জানান, ইতোমধ্যে পৌর সভায় ৩ হাজার ৫’শ গ্রাহককে সংযোগ দেয়া হয়েছে।