ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গীকার দেশ প্রেমে এনবিআর এই শ্লোগান কে সামনে রেখে আজ মঙ্গলবার সকালে বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবসের নানা কর্মসুচী।বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বেনাপোল কাস্টমস কমিশনার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক হিসাবে ছিলেন যশোর কাস্টমস ও ভ্যাট কমিশনার মুহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ৪৯ বিজিবি’র অধিনায়ক লে,কর্ণেল সেলিম রেজা, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন,শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্চু ও ফেডারেশন অব কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।