সোমবার, ২৯ মে ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন

হিলি সীমান্তে বিজিবির অভিযানে মহিষ ও মাদকদ্রব্য উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১১.১৪ এএম
  • ১৯৪ বার পাঠিত

মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারত থেকে পাচারের সময় মহিষ, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডা গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন আওতাধিন হিলিসিপি, ডাংগাপাড় এবং মংলা বিশেষ ক্যাম্পে টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সোমবার ভোরে এগুলো উদ্ধার করেন। তবে এ অভিযোগে কাউকে আটক করতে সক্ষম হননি। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন আওতাধিন ডাংগাপাড়া বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল লতিফের নেতৃত্ব টহলদল সীমান্তেবর্তী ঘাসুড়িয়া মাঠের মধ্যে টহলরত থাকাবস্থায় চোরাকারবারীরা ভারতীয় ২ টি মহিষ নিয়ে আসার সময় টহলদল ধাওয়া করলে ফেলে পালিয়ে যায়।অপরদিকে পৃথক অভিযান পরিচালনা করে হিলিসিপি বিওপি টহলদল ভারতীয় ৫১ বোতল ভারতীয় মদ এবং মংলা বিশেষ ক্যাম্পে টহলদল ২৮৮ পিস ইয়াবা এবং ৬৫ বোতল ফেনসিডিল আটক করেন। এ ব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs